চিন থেকে আমেরিকায় পালিয়ে যাওয়া ভাইরোলজিস্ট দাবি করলেন, তিনি প্রমাণ করে দেবেন যে করোনা ভাইরাস ‘ম্যান-মেড’।
লি মেং ইয়ান নামে ওই ভাইরোলজিস্ট বলেছেন, বেজিং করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অনেক আগে থেকেই সবকিছু জানত।
তিনি দাবি করেছেন চিনের উহানের ওয়েট মার্কেটই করোনা ভাইরাসের উৎসস্থল। করোনা যে মানুষের তৈরি, সেই প্রমাণও নাকি তাঁর কাছে আছে।
তিনি আরও বলেছেন, তিনি যে প্রমাণ দেবেন, তাতে ভাইরোলজির কোনও জ্ঞান না থাকলেও বোঝা সম্ভব হবে বিষয়টি।
সংবাদসংস্থা ডেইলিমেইল প্রকাশিত এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
বিস্তারিত জানতে দেখুন- https://www.dailymail.co.uk/femail/article-8722519/amp/Virologist-claims-publish-evidence-PROVING-coronavirus-manmade.html?ito=amp_twitter_share-top&__twitter_impression=true
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|