আইসিসির তরফ থেকে প্রকাশ করা হল ওয়ান ডে ম্যাচের র‌্যাঙ্কিং তালিকা - সবসময় :: প্রবাহ তিস্তা তোর্ষা

আইসিসির তরফ থেকে প্রকাশ করা হল ওয়ান ডে ম্যাচের র‌্যাঙ্কিং তালিকা

নিজস্ব সংবাদদাতা Dec 11, 2020 - Friday ধুপগুড়ি 524
আইসিসির তরফ থেকে প্রকাশ করা হল ওয়ান ডে ম্যাচের র‌্যাঙ্কিং তালিকা

আইসিসির তরফ থেকে প্রকাশ করা হল একদিনের ম্যাচের র‌্যাঙ্কিং তালিকা। সেই তালিকায় ব্যাটে শীর্ষ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিম্নে তালিকার বিবরণ দেওয়া হল - ১. ব্যাটিংয়ের প্রথম ১০ জনের তালিকা   ১. বিরাট কোহলি (৮৭০)- ভারত ২. রোহিত শর্মা (৮৪২)- ভারত ৩. বাবর আজম (৮৩৭)- পাকিস্তান ৪. রস টেলরমা (৮১৮)- নিউজিল্যান্ড ৫. আ্যারন ফিঞ্চ (৭৯১)- অস্ট্রেলিয়া ৬. ফ্রেনকয়িস ডু প্লেসিস (৭৯০)- দক্ষিন আফ্রিকা ৭. ডেভিড ওয়ার্নার (৭৭৩)- অস্ট্রেলিয়া ৮. ক্রেন উইলিয়ামসন (৭৬৫)- নিইজিল্যান্ড ৯. কুইনটেন ডি কোক (৭৫৫)- দক্ষিন আফ্রিকা ১০. জনি বেয়ারস্ট্রো (৮৪২)- ইংল্যান্ড ২. বোলিংয়ের প্রথম ১০ জনের তালিকা   ১. ট্রেন্ট বোল্ট (৭২২)- নিউজিল্যান্ড ২. মুজিবর রহমান (৭০১)- আফগানিস্তান  ৩. যশপ্রীত বুমরা (৭০০)- ভারত ৪. ক্রিস ওকস (৬৭৫)-ইংল্যান্ড ৫. কাগিসো রাবাদা (৬৬৫)- দক্ষিন আফ্রিকা ৬. জস হ্যাজেলউড (৬৬০)- অস্ট্রেলিয়া ৭. মহম্মদ আমির (৬৪৭)- পাকিস্তান ৮. প্যাট ক্যামিন্স (৬৪৬)- অস্ট্রেলিয়া ৯. মট হেনরি (৬৪১)- নিইজিল্যান্ড ১০. জিওফ্রে আর্চার (৬৩৭)- ইংল্যান্ড ৩. অলরাউন্ডারের প্রথম ১০ জনের তালিকা ১. শাকিব আল হাসান (৩৭৩)- বাংলাদেশ ২. মহম্মদ নবি (৩০১)- আফগানিস্তান  ৩. ক্রিস ওকস (২৮১)- ইংল্যান্ড ৪. বেন স্টোকস (২৭৬)- ইংল্যান্ড ৫. ইমাদ ওয়াসিম (২৭১)- পাকিস্তান ৬. কলিন ডে গ্র্যান্ডদোমি (২৬৫)- নিইজিল্যান্ড ৭. রসিদ খান (২৫৩)- আফগানিস্তান ৮. রবীন্দ্র জাদেজা (২৫৩)- ভারত ৯. মিটছেল স্যানটার (২৫১)- নিইজিল্যান্ড ১০. সেন উইল্য়ামস (২৩৮)- জিম্বাবয়ে

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴

সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন

আপনার পছন্দ

বিজ্ঞাপন
PMJOK

আরও খবর

বিজ্ঞাপন
PMJOK