পাহাড়ি রাস্তার পাশে দাড়িয়ে ছিল গাড়ি। আচমকা পাহাড়ের উপর থেকে বিরাট এক পাথর এসে পড়লো গাড়ির উপর। প্রচন্ড আঘাতে গাড়িটি উল্টে যায়। ভাগ্যক্রমে প্রানে বাঁচলেন ছোট গাড়ীর আরোহীরা।
ঘটনা ঘটেছে তিস্তা নদীর পাসে সেভক কালি বাড়ি সংলগ্ন এলাকায়।
জানাগেছে, সেভক কালি বাড়িতে পুজা দিতে এসেছিল শিলিগুড়ি থেকে কয়েকজন। সেভক কালী মন্দিরে এসে রাস্তার পাশে গাড়ী রেখে মন্দিরে পুজা দিতে যান আরোহীরা। সেই সময় পাহাড়ের উপর থেকে বড় পাথর পড়ে রাস্তায় থাকা সেই গাড়ীর উপর। গাড়ীটি উলটে যায়। গাড়ীটি ক্ষতিগ্রস্ত হলেও গাড়ীর ভিতরে কেউ না থাকায় কারও নিহত বা আহতের খবর নাই।
সেভক ফাড়ির ও সি বলেন কোন ধ্বস নয়, উপর থেকে পাথর পড়ে গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। তখন গাড়ীতে কোন আরোহী ছিল না। ভাগ্যক্রমে বেঁচে যায় আরোহীরা।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|