দুদিনের মাথায় পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস।
গত পঁচিশে মে মালবাজার মহাকুমার মেটেলি ব্লকের অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের বহিস্কৃত তৃণমূল নেতারা বিজেপির জেলা সভাপতি ও বিধায়কের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে। ওনারা দাবি করেন ওনাদের সাথে দুশো চা-শ্রমিক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। তাই দু'দিনের মাথায় বিজেপির শ্রমিক ইউনিয়নের অন্তর্গত ৭৫ টি পরিবারের প্রায় ৩০০ ভোটার তৃনমূল কংগ্রেসের পতাকাতলে এসেছে বলে দাবি করেছেন মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস কুন্ডু।
তিনি আরো বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নাগেশ্বরী চা বাগানের সব কটি আসনে মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হবে।
এদিন বিজেপির শ্রমিক নেতা অনুপ মহালি ও বীরেন ওরাও নেতৃত্বে নবাগত শ্রমিকরা যোগদান করেন ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন।
মনোজ মণ্ডল, গ্রাম পঞ্চায়েত প্রধান রাধিকা উড়াও, সৌমিতা কালান্দি, বেলা কুজুর সহ অন্যান্য নেতৃত্বরা।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|