মালবাজার,৩ জুলাই। মনিপুরে ভুমি ধসে নিহত বীর শহীদের বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। শুধু শ্রদ্ধাই নয়, নিহত সৈনিক সঞ্জয় ওরাওয়ে শেষ কাজে অংশ নিয়ে তার পরিবারের পাসে থাকার আশ্বাস দেন।
রবিবার মন্ত্রী শ্রী চিকবরাইক শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের তরাই এলাকা পরিদর্শনে যান। মনিপুরের ভুমিধসে নিহত বীর সৈনিকদের মধ্যে এরাজ্যের ১১ ছিলেন। তার মধ্যে দার্জিলিং জেলার ১০ জন এবং ডুয়ার্সের নাগরাকাটার ১ জন ছিলেন। শনিবার দিনই তাদের মৃতদহ বিমানযোগে মনিপুর থেকে বাগডোগরা আনা হয়। এই ঘটনায় শোক সব হয়ে যায় পাহাড় ও ডুয়ার্স। মহকুমা পরিষদের নির্বাচনে বিপুল জয়ের পরেও তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে কোন প্রকার বিজয় উৎসব করা হয়নি। সবাই অমর শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
মৃত বীর শহীদের মধ্যে ছিলেন বাগডোগরা এলাকার এক গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর জোয়ান সঞ্জয় উরাও ( 107 BN-TA- 11GR)।
মন্ত্রী এদিন তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে মিলিত হয়ে পাশে থাকার আশ্বাস দেন। পরে মৃত সৈনিকের অন্তিম কাজে অংশ নিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
মন্ত্রী বলেন, এটা এক মর্মান্তিক ঘটনা। আমরা সবাই শোকস্তব্ধ। আমরা শহীদের পরিবারের পাশে আছি।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|