বুধবার বিকেলে কুমারগ্রামের অমরপুর গ্রাম থেকে একটি পাইথন উদ্ধার হল। কুমারগ্রাম রেঞ্জের বন কর্মীরা পাইথনটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে, এদিন বিকেলে অমরপুর গ্রামের বাসিন্দা কুমার লামার বাড়ির বাঁশ-বাগানে পাইথনটি দেখা যায়। খবর দেওয়া হয় বন বিভাগের কুমারগ্রাম রেঞ্জ অফিসে। তড়িঘড়ি বন কর্মীরা অমরপুরে পৌঁছে যান বন কর্মীরা। তারা পাইথনটিকে উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, পাইথনটি ৭ ফুট লম্বা।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|