কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কোভিড টীকা দেওয়া শুরু হল মঙ্গলবার। এদিন প্রথম টীকার ডোজ টি গ্রহন করেন ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কৃষ্ণেন্দু ঠাকুর। তারপর একে একে সমস্ত স্বাস্থ্য কর্মী দের টীকা দেওয়া হয়। কৃষেন্দু ঠাকুর জানান এদিন হাসপাতালে কর্মরত এবং স্বাস্থ্য দপ্তরের সাথে সংশ্লিষ্ট সকল কর্মীদের টিকা দেওয়া হয়। সরকারি নির্দেশিকা মেনেই এদিন প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা প্রদান কর্মসূচী চলে।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|