একাত্ম মানবতাবাদের প্রণেতা তথা রাষ্ট্র ভক্ত পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫ তম জন্মদিন পালন করলো করনদিঘি বিধানসভার বিজেপি কার্যকর্তারা। এদিন করনদিঘি বিধানসভার প্রতিটি বুথে বুথে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পদান করেন। ১৮ নং মণ্ডলের বিজেপি যুব মোর্চার কনভেনর অজয় সিংহ জানিয়েছেন, একাত্ম মানবতাবাদের প্রণেতা তথা দক্ষ সংগঠক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কর্মনীতি, রাজনৈতিক জীবন ও রাষ্ট্রভক্তি কথা তুলে ধরার জন্যই আজকের জন্মজয়ন্তী পালন । করনদিঘি বিধানসভার আইটি সেল দীপঙ্কর দাস জানিয়েছে, আজ প্রতিটি বুথে জন্মদিন পালন করা হলো এবং কয়েকটি বুথে চারাগাছ বিতরন করলাম।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|