গাড়ির ব্যাটারির তারের জোড়া লেগে গাড়ি পুড়ে ছাই রাতের অন্ধকারে । ঘটনা বাঁকুড়া জেলার জয়পুর থানার জগন্নাথপুর অঞ্চলের আঙ্গারিয়া গ্রামে ।
আনুমানিক ১.৩০নাগাদ বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে তড়িঘড়ি করে জলদিয়ে নেভানোর চেষ্টা করে কয়েকজন। তার আগেই গাড়ি পুড়ে ছাই হয়ে যায় গাড়ির মালিকের নাম- মোস্তফা আলী খান
পিতা নাম- আলম খান
ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসেন জয়পুর থানার পুলিশ।
হতাহতের কোনো খবর নেই।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|