দীঘায় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার।
অরুনিমা খাঁড়া, পূর্ব মেদিনীপুর
রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার পুরনো দীঘা বাস স্ট্যান্ডের কাছে সাধুজানা পুকুরে এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় লোকেরা পুকুরের মৃতদেহটিকে প্রথমে প্রতিমা মনে করলেও পরে তাদের মনে সন্দেহ হয়। এরপর ভাসতে থাকা জিনিসটি পুকুর পাড়ের কাছে মৃতদেহটিকে দেখে ঘটনাটি পরিষ্কার হয়ে ওঠে। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুকুর পাড়ে কৌতূহলী মানুষের ভীড় জমতে শুরু করে। পরে স্থানীয় লোকজন কাঁথি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও ওই মহিলার কোন পরিচয় না পাওয়া যাওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রাজু করে তদন্ত শুরু করেছে।তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানায় পুলিশ।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|