চোপড়া ব্লক প্রশাসনের উদ্যোগে বিবেক চেতনা উৎসব পালিত হল মঙ্গলবার। পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এদিন কর্মসূচির উদ্বোধন করেন বিডিও জুনেইদ আহমেদ উপস্থিত ছিলেন ব্লক যুবকল্যান দপ্তরের আধিকারিক তামদেন শেরপা বিধায়ক হামিদুল রহমানের প্রতিনিধি জিয়াউল হক পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন প্রমূখ। রাখা হয়েছে বিভিন্ন কর্মসূচি। রয়েছে,শিশুদের জন্য "চলো বিবেকানন্দ সাজি"তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতা।এদিন এলাকায় একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|