করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যামন্ত্রীর ত্রাণ তহবিলে স্বেচ্ছায় দান করলেন চোপড়ার লোকশিল্পীরা। বৃহস্পতিবার চোপড়া ব্লক লোকপ্রাসার শিল্পী সংঘের পক্ষ থেকে রাজ্যের মুখ্যামন্ত্রীর ত্রাণ তহবিলে ১৪,৫০০ টাকা দান করেন লোকশিল্পীরা। চোপড়া ব্লক লোকপ্রাসার শিল্পী সংঘের সম্পাদক সুবল চন্দ্র গোপ জানান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার লোকশিল্পীদের যথেষ্ট মর্যাদা দিয়েছে এবং সময়মত শিল্পীদের সম্মানিক ভাতাও প্রদান করতেছেন। তাই আমরা চোপড়ার লোকশিল্পীরা স্বেচ্ছায় করোনা মোকাবিলায় কিঞ্চিৎ সাহায্য করে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছি। সুবল বাবু আরও জানান,আজ আমরা চোপড়ার লোকশিল্পীরা ১৪,৫০০ টাকা ত্রাণ তহবিলে দান করলাম। উপস্থিত ছিলেন, লোকশিল্পী অনিল চন্দ্র কর্মকার,দিগেন সিংহ,দর্শন রায়, সাগর সিংহ প্রমূখ।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|