কোচবিহার পৌরসভার বোর্ড সদস্য শৈলেন্দ্র প্রসাদ সাউয়ের বিরুদ্ধে স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়কে হুমকি ও পৌরসভা অফিস ভাঙচুর করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। এদিকে এই ঘটনায় শুক্রবার নিজেদের কাজে কর্মবিরতি রেখে কোচবিহার ডিএম অফিস ও এসপি অফিসে স্মারকলিপি দিল পৌরসভার কর্মীরা।
জানা গেছে, গতকাল রাতে ফোন মারফত হুমকি দেয় শৈলেন্দ্র প্রসাদ সাউ বলে অভিযোগ। তাই নয় পৌরসভা অফিস ভাঙচুর করার কথাও বলেন তিনি বলে অভিযোগ। এদিকে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মরত কর্মীরা। এই মুহুর্তে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এদিকে এই ঘটনার কথা সম্পুর্নভাবে উড়িয়ে দেন শৈলেন্দ্রবাবু। এদিন তিনি জানান, একটি ড্রেন করার কথা আমি স্যানিটারি ইন্সপেক্টর বললে তিনি কাজটা থেকে বিরত থাকেন। তাকে বারবার জানানো হলেও তিনি বিষয়টি নিয়ে মাথা ঘামাননি। এরপর আমি তাকে আবার বলতে গেলে তিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ আনেন বলে জানান তিনি।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|