উনিশশ তিরান্নব্বই সালের একুশে জুলাই মহাকরন অভিযান করেছিল তৃনমুল। সেই অভিযানে তেরোজন তৃনমুল কর্মী শহীদ হন। তাদের স্মরনে তৃনমুলের কামাক্ষ্যাগুড়ি দুই নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য প্রদান করে ও দলীয় পতাকা উত্তোলন করে এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন। শিবিরে সংগৃহীত আশি ইউনিট রক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। দলের অঞ্চল কমিটির পক্ষে অনিরুদ্ধ বিশ্বাস জানান অতিমারি আবহে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দূর করতেই তাদের এই উদ্যোগ। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা সহ অন্যান্য নেতৃত্ব।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|