রেলের ওভারব্রিজ থেকে ইলেকট্রিক তারের ওপর পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের।
মেদিনীপুর রেলস্টেশানে সোমবার বেলা বারোটা নাগাদ ফুটওভার ব্রিজে কাজ করার সময় হঠাতই রেলের ওভারহেড তারে পড়ে যান এক অস্থায়ী কর্মী। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায় ওই ব্যক্তির নাম বিশ্বকর্মা মাহাতো, বাড়ি বিহার ,বয়স আনুমানিক ৪০। খবর করতে গিয়ে রেল কর্মীদের প্রবল বাধার মুখে পড়তে হয় সংবাদমাধ্যমের কর্মীদের। ছবি করার সময় মোবাইল থেকে ছবিঈ ডিলিট করে দেয়। তারপর সংবাদমাধ্যমের সঙ্গে চরম অভব্য ব্যাবহার করা হয়। সুত্রের খবর, এই কর্মী যখন ফুটওভার ব্রিজ এর কাজ করছিলো সেই সময় তার মাথায় ছিলোনা হেলমেট। সমস্ত রকম সুরক্ষাবিধি ছাড়াই কাজ করছিলেন ওই শ্রমিক। সে সময়ের ঘটে দুর্ঘটনাটি।ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|