কৃষক রত্ন পুরষ্কার পেল ধূপগুড়ির উত্তর কাঠুলিয়া এলাকার কৃষক প্রনব রায়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধূপগুড়ির সহ কৃষিঅধিকর্তা তিলক বর্মন প্রনব রায়ের হাতে স্মারক পত্র তুলে দেন। জানা গেছে প্রনব বাবু এলাকার সামগ্রিক কৃষি উৎপাদনে ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উন্নতি করে যাচ্ছেন। এমনকি তিনি বেশ কিছু ফসল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই অবদানকে স্মরণীয় করে রাখতে কৃষি দফতরের পক্ষ থেকে কৃষক রত্ন পুরুষ্কার তুলে দেওয়া হয়।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|