বড় সাফল্য পেল মাথাভাঙ্গা ও শীতলকুচি থানার পুলিশ। এ বিষয়ে আজ মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্ত দর্জি সাংবাদিক বৈঠক করেন।তিনি ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার এবং শীতলকুচি থানার ওসি কাজল সরকার। সাংবাদিক বৈঠকে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান গতকাল সন্ধ্যায় ও রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাথাভাঙার ছোট কেশরী বাড়ি এলাকার বিপিন বর্মন এবং মাথাভাঙ্গার জোরপাকড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মহবুল আলী খন্দকার নামে যুবক দের আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। বিপিন বর্মন এর থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার হয় অপরদিকে মহবুল আলী খন্দকার এর কাছ থেকে ২ আগ্নেয়াস্ত্র ও ১৯ টি কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি গতকাল রাতে নয়াহাট এলাকা থেকে ১২ টি তাজা বোমা উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়ে তদন্ত করা হবে এবং অস্ত্র কোন জায়গা থেকে আসছে তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হবে তাদেরকে পুলিশি রিমান্ডে চাওয়া হবে
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|