প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষুধি দিবস। ব্যুরো অফ ফার্মা পিএসউ অফ ইন্ডিয়ার হাত ধরে চলা প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষুধি পরিযোজনা এবার তাদের তৃতীয় বারের জন ঔষুধি দিবস পালন করতে চলেছে ৭মার্চ ২০২১। জানা গেছে ১মার্চ থেকে এক সপ্তাহ চলবে তাদের এই অনুষ্ঠান। মার্চের ৩ তারিখে জন ঔষুধি কেন্দ্রগুলি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা জেনেরিক ওষুধ সম্পর্কে শিক্ষিত করবার জন্য স্কুল, কলেজ, ফার্মাসি কলেজ, মেডিকেল কলেজ ইত্যাদির শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করবে। এদিন জন ঔষুধি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংস্থা। বিজয়ীদের দেওয়া হবে নগদ টাকার পুরস্কার। প্রথম জনকে ৫০০০, দ্বিতীয় ৩০০০ ও তৃতীয় জনকে ১৫০০ টাকা। ১৪ বছরের উর্ধ্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আরও বিশদে জানতে যোগাযোগ করুন আপনার কাছের জন ঔষুধি কেন্দ্রে বা এই লিংকে
https://auth.mygov.in/user/login?destination=oauth2/authorize
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|